chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৮ অক্টোবর পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্যকে আমিরুল ইসলাম পারভেজ (৩২) নির্মম ও নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

রবিবার(১২ নভেম্বর ) মধ্যরাতে ফেনী সদরের মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী জাকির হোসেন জসিম (৫০) ফেনী জেলার ফেনী সদর থানার ধলিয়া ইউনিয়নের মৃত ওয়াজিউল্লার ছেলে।

র‌্যাব জানায়,  পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের মামলার ৮৮নং এজাহারে জসিমের নাম রয়েছে ।আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মনোবল ভেঙে দেয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পুলিশের ওপর বর্বরোচিত ও নৃশংস হামলায় অংশগ্রহণ করেছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনায় পরদিন ২৯ অক্টোবর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামি ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম এর বিরুদ্ধে ফেনী এবং খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ সর্বমোট ১৩ টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামি সংক্রন্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মআ/চখ

 

 

 

এই বিভাগের আরও খবর