chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিপুল জালনোটসহ বায়েজিদ থেকে ১ ব্যক্তি আটক

দুর্গাপূজা ও উৎসবকে কেন্দ্র করে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে জাল নোট প্রস্তুতকারী চক্র। এরপর গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একপর্যায়ে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে দিদারুল আলম (৫০) নামে একজনকে আটক করা হয়।

রবিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে থানা পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৮০ হাজার টাকার সমপরিমাণ জাল নোট জব্দ করা হয়।

আটক দিদারুল আলম নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকার বাসিন্দা। তার বাবার নাম বজল আহম্মেদ।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, শারদীয় দুর্গাপূজাকে উপলক্ষ্য করে মানুষের ক্রয়-বিক্রয় বৃদ্ধি পায়। তাই এটিকে টার্গেট করে প্রতারক চক্র। এ সুযোগে তাদের প্রস্তুত করা জাল নোটগুলো মানুষের মধ্যে আসল টাকা হিসেবে চালিয়ে দিতে চেয়েছিলেন প্রতারক চক্রটি। রবিবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।

মআ/চখ