chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জঙ্গল সলিমপুরে প্রকাশ্যে কাটছে পাহাড়

চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বায়েজিদ-ফৌজদারহাট লিং রোড সংলগ্ন জঙ্গল সলিমপুরের ৫নং ব্রীজ সংলগ্ন এলাকায় পাহাড় খেকোরা প্রকাশ্যে কাটছে পাহাড়। তবে, স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দেখেও না দেখান ভান ধরেছে। ফলে একের পর এক সাবাড় হচ্ছে পাহাড়গুলো।

স্থানীয়দের অভিযোগ, ২১ অক্টোবর থেকে সীতাকুণ্ড থানা এলাকার সলিমপুর ৫নং ব্রীজ  সংলগ্ন  কাটা হচ্ছে পাহাড়। ইট কিংবা টিন দিয়ে ঘেরাও করে গোপনে রাতে ও ভোরে কাটা হচ্ছে এ পাহাড় । স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা দিন দুপুরে  কাটছেন পাহাড়গুলো।

বায়েজিদ-ফৌজদারহাট লিং রোডের ৫নং ব্রীজ সংলগ্ন জঙ্গল সলিমপুরের উওরে পাহাড় কাটার সম্পর্কে জায়গার প্রকৃত মালিকের কাছ থেকে জানতে চাইলে সৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক বলেন,  এটা আমার পিতার নামে সরকারি স্থায়ী বন্দোবস্তির সম্পত্তি। বিএস দাগ নং ৩৬১, যাহা আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। বর্তমানে জায়গাটি আমার দখলে রয়েছে। কিন্তু একটি অসাধু ভূমিদস্য চক্র পাহাড় কেটে জায়গাটি দখলের পায়তারা করে আসছে।

চখ/ফখ

এই বিভাগের আরও খবর