chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু ১, নতুন শনাক্ত ৭০

চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় আরও ৭০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হুমায়ুন কবীর (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছেন ১১ হাজার ৭৭৪ জন , মারা গেছেন ৮৩ জন

শনিবার (২১ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জানা গেছে, ডেঙ্গুতে মারা যাওয়া হুমায়ুন কবীরকে ১০ অক্টোবর চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে ভর্তি করোনো হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২০ অক্টোবর) মারা যান।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানা যায়, চলতি বছরে জানুয়ারিতে আক্রান্ত হয়েছেন ৭৭ জন এবং মারা গেছেন ৩ জন । ফেব্রুয়ারিতে আক্রান্ত ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে ৫৩ জন। জুনে আক্রান্ত ২৮৩ জন মারা গেছেন ৬ জন। জুলাইয়ে আক্রান্ত ২ হাজার ৩১১ জন একই সাথে ১৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টে আক্রান্ত ৩ হাজার ১১ জন, মৃত্যু ১৮ জন। সেপ্টেম্বরে আক্রান্ত ৩ হাজার ৮৯২ জন, মারা গেছেন ২১ জন। অক্টেবরে এখন পর্যন্ত ২ হাজার ২৫ জন শনাক্ত এবং ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭৭৪ জন।

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে পাঁচজন মারা গিয়েছিল।

মুন/চখ

এই বিভাগের আরও খবর