chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আগামীকাল ইনসানিয়াত বিপ্লবের মহাসমাবেশ

মানবসত্তার পুনরুজ্জীবন এবং মানবরাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে তোলার সাধনায় মানবতার রাজনীতি পুনঃ প্রবর্তনের লক্ষ্যে নতুন নিবন্ধিত দল ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ চট্টগ্রামে আগামীকাল ২০ অক্টোবর বেলা ৩ টায় লালদীঘি ময়দানে ঐতিহাসিক মহাসমাবেশের ডাক দিয়েছে।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মহা সমাবেশের কথা জানান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চট্টগ্রাম সভাপতি আল্লামা আরেফ সারতাজ।

তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত আল্লামা সাইফুল রহমান নিজামী শাহ। প্রধান বক্তা থাকবেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারমান ইমাম হায়াত।

আল্লামা আরেফ সারতাজ বলেন, পুরো পৃথিবীতে আমরা দেখতে পাই যে, বিভিন্নভাবে একটি মতকে চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই আমরা সকল মানুষের ও মানবতার পক্ষেই একটা রাজনৈতিক প্লাটফরমের উদয় করতে যাচ্ছি। আমরা চাই মানবতার রাষ্ট্র, দুনিয়া, মুক্তি, অধিকার ও বিজয়। তাই মানবতার রাষ্ট্রের দাবিতে আগামীকাল শুক্রবার চট্টগ্রামে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিপুল সংখ্যক লোক সমাগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের চট্টগ্রাম মহ-সভাপতি শেখ নাঈম উদ্দীন, আল্লামা ইলিয়াস শাহ্
, সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈফ, সহ- সাধারণ সম্পাদক কামরুল আলম নকিব, সাংগঠনিক সম্পাদক রেজাউল কাওসার, সাবিনা খাতুন সাব্বি, লুৎফুর রহমান লিটন, নাফিজ মোবারত, এরফানুল হক সরকার, আরিফুল ইসলাম, আশরাফুল আলম, আরিফুল ইসলাম, আব্দুর বারেক, আব্দুল আজিজ, রেজাউল করিম, কামরুন নাজাত, লিজা আক্তার, শাহানা আক্তার, আলিফা আক্তার ও সুমাইয়া রহমান প্রমূখ।

চখ/ফখ

এই বিভাগের আরও খবর