chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জামালখান মোড়ের ৫৬ ‘কিংবদন্তি’

চট্টগ্রাম নগরের জামাল খান মোড় অনেককিছুর জন্য আলোচিত। সেখানে রয়েছে দেশসেরা মানুষদের তথ্যচিত্র। রয়েছে স্বাধীনতা সংগ্রামের টেরাকোটা। বঙ্গবন্ধুর নানা ইতিহাস সম্বলিত দেয়ালিকা। এবার সেখানে দেশের ক্রীড়া, সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের খ্যাতিমান ৫৬ জনের হাতে আঁকা ছবি স্থাপন করা হয়েছে। ‘কিংবদন্তি’ নামে ডুকো পেইন্টটি যে কারো নজর কাটছে।

গত ৩ অক্টোবর চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ডুকো পেইন্টটি উদ্বোধন করেন। গত দুই দিন ধরে চট্টগ্রামের সুশীল সমাজ, শিক্ষার্থী, নানা শ্রেণি পেশার লোকজন ডুকো পেইন্টগুলো দেখতে ভিড় করছে। অনেকে মনের আনন্দে ছবি তুলছেন।

চসিকের জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন বলেন, নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে পরিচিয় করিয়ে দিতে ৫৬ জন ক্রীড়াবিদ, সংগীতশিল্পী ও চলচ্চিত্রশিল্পীর পেইন্টিং সংযোজন করা হয়েছে।

৫৬ ‘কিংবদন্তি’

কিংবদন্তি’ নামে ডুকো পেইন্টটিতে যাঁদের ছবি স্থান পেয়েছে, তাঁরা হলেন- চট্টগ্রামের সন্তান কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু, আহম্মদ ইমতিয়াজ বুলবুল, ফরিদা পারভীন, এন্ড্রু কিশোর, শিল্পী সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দী, তপন চৌধুরী, পিলু মমতাজ, ফেরদৌস ওয়াহিদ, শাহনাজ রহমতুল্লা, রুনা লায়লা, আলাউদ্দিন আলী, পপ সম্রাট আজম খান, প্রবাল চৌধুরী, আব্দুল জব্বার, চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষ, আব্দুল আলীম, শাহ আব্দুল করিম, গীতিকার আব্দুল গফুর হালী, আব্দুল আলীম, শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণব, হাবিবুল বাশার সুমন,মোহাম্মদ রফিক, মোহাম্মদ আকরাম হোসেন খান, আমিনুল ইসলাম, মিনহাজুল আবেদীন নান্নু, সত্যজিৎ দাস রুপু, মোহাম্মদ মোনেম মুন্না, গাজী আশরাফ হোসেন লিপু বাদল রায়, কাজী সালাউদ্দিন, শেখ মোহাম্মদ আসলাম, শেখ কামাল, চিত্র নায়ক সালমান শাহ, ফরিদা আক্তার পপি, ববিতা, জনপ্রিয় অভিনেত্রী সাবানা, হুমায়ূন ফরীদি, কবরী, চিত্রনায়ক আমলগীর, জাফর ইকবাল, চিত্রনায়ক ফারুক, সোহেল রানা, আসাদুজ্জামান নূর, নায়ক রাজ রাজ্জাক, আনোয়ার হোসেন, ফিরোজা বেগম, কবি ও প্রাবন্ধিক হুমায়ুন আহমেদ, যাদু শিল্পী জুয়েল আইচ, গাজী মাজহারুল আনোয়ার, সত্য সাহা, সুভাষ দত্ত, খান আতাউর রহমান, জহির রায়হান, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ রফিক, ক্রিকেটার মোহাম্মদ আকরাম হোসেন খান, আমিনুল ইসলাম, মিনহাজুল আবেদীন নান্নু, সত্যজিৎ দাস রুপু, মোহাম্মদ মোনেম মুন্না, গাজী আশরাফ হোসেন লিপু, বাদল রায়, ফুটবলার কাজী সালাউদ্দিন, শেখ মোহাম্মদ আসলাম ও শেখ কামাল।

ডুকো পেইন্টটি দেখতে আসা আফরিন সুলতানা বলেন, ‘পটিয়া উপজেলা থেকে চট্টগ্রাম নগরের চকবাজার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলাম। পরে জানতে পারি ক্রীড়া, সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের খ্যাতিমান ৫৬ জনের রংতুলির আঁচড়ে আঁকা ছবি স্থাপন করা হয়েছে জামালখান মোড়ে। এসে বেশ ভালো সময় উপভোগ করেছি। মনে হচ্ছে সড়কজুড়ে জীবন্ত ছবি।’

মেয়র যা বলেছেন 

সিটি মেয়র বলেন, ‘নগর পরিকল্পনায় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগ্রাম গড়ার জন্য কাজ করছি। সরকারি কোনো সংস্থা জনস্বার্থে তাদের উপযুক্ত পরিত্যক্ত ভূমি দিলে চট্টগ্রাম সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে নগরীর সৌন্দর্যবর্ধনে কাজে লাগাবে। পরিত্যক্ত সরকারি ভূমিগুলোয় পার্ক,খেলার মাঠ, ওয়াকওয়ে গড়ে তোলার মাধ্যমে সুস্থ বিনোদনের বিকাশ ঘটাতে জনপরিসর বাড়াতে চাই।’

রিপোর্ট : চখ/পরী

এই বিভাগের আরও খবর