chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চিকিৎসায় নোবেল পেলো দুই বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার জিতেছেন ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান। সুইডেনের রাজধানী স্টকহোমে করোলিনস্কা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে সোমবার (২ অক্টোবর) নোবেলজয়ী হিসেবে যৌথভাবে এই দুইজনের নাম ঘোষণা করা হয়। করোনারোধী টিকা আবিস্কারের জন্যে সোমবার তাদেরকে এ সম্মানে ভূষিত করা হলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের তৈরি প্রযুক্তি ব্যবহার করে মডার্নার কোভিড-১৯ টিকা প্রস্তুত করা হয়। মহামারি শুরু আগে তারা এই প্রযুক্তি তৈরি করেছিলেন। পরে তা বিশ্বে ছড়িয়ে দেয়া হয়। তাদের আবিষ্কৃত প্রযুক্তির নাম হচ্ছে এমআরএনএ। এই একই প্রযুক্তি ক্যানসারসহ অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।

চখ/জুইম

 

এই বিভাগের আরও খবর