chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রামের কর্ণফুলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ-বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩০ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ মামুনুর রশীদ সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ মামুনুর রশীদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না। সাথে সবাইকে সজাগ হতে হবে। কোন পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। খোলা কোন খাবার কেনা যাবে না। কোথাও কোন ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হলে প্রশাসনকে অবহিত করতে হবে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ জাতীয় সেবা নাম্বার যোগাযোগ করতে পারেন। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে। সেজন্য নিজের প্রয়োজনে দেখে বুঝে পণ্য ক্রয় করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে। তবে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুম্মান তালুকদার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোমা চৌধুরী,খাদ্য ইন্সপেক্টর মনোয়ারা মনি, প্রকল্প কর্মকর্তা তাসলিমা চৌধুরী, এ,জে চৌধুরী স্কুলের প্রধান শিক্ষক মিলন নাথ, ফকিনিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা: আয়ুব তালুকদার সহ উপজেলা বিভিন্ন ব্যবসায়ীরা। সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে সচেতন করতে বক্তব্য রাখেন। এসময় সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর