chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এইচএসসি পরীক্ষা : চট্টগ্রাম বোর্ডের প্রথম দিনে অনুপস্থিত ৪৪৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে আজ রবিবার অনুপস্থিত ছিলেন ৪৪৫ জন পরীক্ষার্থী।

প্রথম দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ৯২ হাজার ৪০৮ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯১ হাজার ৯৬৩ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন প্রথম দিনে অনুপস্থিত ৪৪৫।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে চট্টগ্রাম জেলায় ২৯৯ জন, কক্সবাজার জেলায় ৭৩ জন, রাঙ্গামাটি জেলায় ২০ জন, খাগড়াছড়ি জেলায় ৩৮ জন, বান্দরবন জেলায় ১৫ অনুপস্থিত ছিলেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম জেলায় ৬৬ হাজার ১২৬ জন, কক্সবাজার জেলায় ১১ হাজার ৬৩০ জন, রাঙ্গামাটি জেলায় ৪ হাজার ৭০১ জন, খাগড়াছড়ি জেলায় ৬ হাজার ৬৯ জন, বান্দরবন জেলায় ৩ হাজার ৪৩৭ এইচএসসি পরীক্ষার্থী অংশ নেয়।

এদিকে  রাতভর টানা বৃষ্টিতে আবার ডুবেছে বন্দরনগরী চট্টগ্রাম। এতে তলিয়ে যায় নগরীর বেশিরভাগ এলাকা।এতে চরম দুর্ভোগে পড়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সকাল ১০টার পরির্বতে ১১টায় পরীক্ষা শুরু হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ফেরিফাইড ফেসবুক পেজেও পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে শুরুর কথা জানানো হয়েছে।

জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরীর ২৭টি পরীক্ষাকেন্দ্রে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পর আজ বেলা ১১টা শুরু হয়। শিক্ষা বোর্ডের অধীনে বাকী কেন্দ্রে সকাল ১০ টায় পরিক্ষা শুরু হয়।

এআগে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে ২৭ আগস্ট শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। বন্য আর পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামসহ তিন শিক্ষার্বোডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে শুরু হয় আজ।

চখ/এআর

এই বিভাগের আরও খবর