chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীর জলাবদ্ধতা শেষে দৃশ্যমান ক্ষত-বিক্ষত সড়ক

টানা বর্ষণে জলা জটে জলাবদ্ধতায় দৃশ্যমান হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের ক্ষত-বিক্ষত সড়ক। অনেকটা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ফলে স্বাভাবিকভাবেই ঘটছে দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে চট্টগ্রামের ব্যস্ততম আরাকান সড়ক, চাঁন মিয়া সড়ক, সটেনড রোড, নিমতলা সড়কসহ বেশ কয়েকটি রাস্তা । গর্তের ওপর দিয়ে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। কাঁদা মাড়িয়ে কোনোমতে পথচারীরা পার হলেও, গর্তে আটকে যাচ্ছে গাড়ি। ৫ মিনিটের পথ যেতে সময় লাগছে আধাঘণ্টারও বেশি।

বৃষ্টির পানি আর কাদায় ডুবে আছে বেশ কয়েকটি সড়ক। কর্দমাক্ত পানিতে রাস্তাপার হওয়া যেন স্থানীয়দের নিয়তি। তাই সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওপর ক্ষুব্ধ স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে এই রাস্তায় গুলোতে । ঝড়-বৃষ্টি হলে নৌকায় চড়তে হয় আর শুকনা মৌসুমে ধুলা-বালির কারণে রাস্তায় হাঁটা যায় না।

শুধু এই দুই সড়কই নয়, বৃষ্টিতে ক্ষত-বিক্ষত বন্দরনগরীর এক-চতুর্থাংশ সড়ক। ইটের সুড়কি ফেলে যান চলাচলের ব্যর্থ চেষ্টা সিটি কর্পোরেশনের। তবে, বৃষ্টি কমলে সড়ক সংস্কারের আশ্বাস সিটি মেয়রের।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী এক প্রশ্নের জবাবে বলেন, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ফেসওয়্যার করার কোনো সুযোগ নেই। বড় বড় গর্তগুলো আপাতত ভাঙা ইট দিয়ে রোলার দিয়ে চাপিয়ে আমরা রাস্তাগুলো সমান করে দিচ্ছি।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর