chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেয়রকে সুরক্ষা সামগ্রী উপহার দিল সিটি কলেজের সাবেক ছাত্রনেতারা

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারী দুর্যোগ মোকাবেলায় নগরবাসীর মাঝে বিতরণের জন্য সরকারি সিটি কলেজের সাবেক ছাত্র নেতৃবৃন্দ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছে করোনা সুরক্ষা সামগ্রী তুলে দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) চসিক সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ মেয়রের হাতে এসব সামগ্রী হস্তান্তর করেন।

সামগ্রীর মধ্যে একটি হুইলচেয়ার, একটি স্ট্রেচার, ১৫০ জনের প্রাথমিক চিকিৎসার ঔষুধ, দুইটি অক্সিমিটার, একটি ব্লাড প্রেশার মাপন যন্ত্র (বিপি মিটার), একটি হেন্ড থার্মোমিটার, একটি স্টেথিস্কোপ, ৩ কন্টেইনার (ছোট) ক্লোরিন ও ৪ কন্টেইনার (ছোট) স্যাভলন উল্লেখযোগ্য।

এসময় কলেজের সাবেক ছাত্র নেতাদের মধ্যে কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো দিদারুল আলম, সৌমিক বড়ুয়া রাসেল, মো আলম,সঞ্জয় মহাজন, তৌহিদুল ইসলাম,মো আরিফ, নূর হোসেন অনিক,অস্থিম মজুমদার, অভি বিশ্বাস, তাহসিন আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর