chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিসিবির ঈদ উপহার পাচ্ছেন ৬ হাজার পরিবার

রমজান মাসে বরাবরই দেখা যায় ইফতার পার্টির হিড়িক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিয়মিত এই আয়োজন করে। এবার  বিসিবি ব্যতিক্রমী আয়োজন করেছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইফতার পার্টি না করে গরীবদের খাবার বিতরণ করা হচ্ছে।

সারা দেশে প্রায় ছয় হাজার পরিবারের জন্য খাবার প্যাকেট করেছেন তারা। এরই মধ্যে যেগুলো বিতরণ শুরু হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বিসিবি সভাপতি মিরপুরের একাডেমি মাঠে ইফতার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

পাপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যদিও দলের জন্য বলেছে, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের জন্য। উনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় ইফতার পার্টি করে লাখ লাখ টাকা খরচ না করে এটা যদি গরীবদের মাঝে বিতরণ করা যায়। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। উনার নির্দেশ ক্রমে আমরা আসলে আজকে শুরু করেছি।’

তিনি বলেন, ‘এখানে যেটা দেখেছেন, এখানকার যারা স্টাফ আছে বিশেষ করে গ্রাউন্ডস ম্যান, সিকিউরিটি, ক্লিনারস এদেরকে প্রতীকী হিসেবে এখানে দিলাম। সঙ্গে সঙ্গে বস্তিতে চলে গেছে আজকে, এখানকার মাদরাসা আছে, ঢাকার বাইরেও কয়েকটা ভেন্যুতে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন এটা বিতরণ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমরা ছয় হাজার পরিবারের জন্য প্যাক করার পরিকল্পনা করেছি।’

 

সাআ / চখ

এই বিভাগের আরও খবর