chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কালুরঘাট ফেরি পারাপারে ভোগান্তি

এক হাটু পানিতে পারাপার হচ্ছে যানবাহন ও মানুষ

সংস্কারের প্রয়োজনে আগামী তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কালুরঘাট রেল সেতু।তবে পারাপারে কাজে চালু থাকা ফেরিতে ভোগান্তির যেনো সিমা নেই।

আজ মঙ্গলবার (১ আগস্ট) সকালে কালুরঘাট সেতুতে চলা ফেরিতে দেখা যায় ভোগান্তি চিত্র।

সরেজমিনে দেখা যায়,সেতু বন্ধ থাকায় যানবাহন পারাপারের জন্য কর্ণফুলী নদীতে ঝুকি নিয়ে চলছে ২ টি ফেরি। পানি উঠে গেছে ফেরিতে উঠা অংশ।ডুবে ডুবে পার হছে যানবাহন । এক হাটু পানিতে ডুবে ফেরি থেকে ঘাটে পারাপার করছে সাধারণ মানুষ।কালুরলুঘাট ফেরি পারাপারে ভোগান্তি

স্থানীয় মো. ইসমাইল বলেন, সেতু বন্ধ শহরে যাচ্ছি মেয়েকে ডাক্তার দেখাতে। ফেরিতে উঠে দেখি এক হাটু পানি। এখন ভিজে ভিজে ডাক্তার কাছে যেতে হবে।

ফেরির মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, অতিরিক্ত যানবাহন চাপে ফেরির নিচের ভাগে পানিতে ডুবে গেছে। ঠিকাদার ঠিকমত রাস্তা ও ঘাট নির্মাণের কাজ করেনি তাই এই ভোগান্তি।

হাটু পানিতে ডুবে ফেরিপারে ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা।

উল্লেখ্য সেতু বন্ধ থাকায় বোয়ালখালী, পূর্ব পটিয়া, দক্ষিণ রাঙ্গুনিয়া, শহরের চান্দগাঁও ও মোহরা এলাকার লাখ লাখ মানুষের এখন এক মাত্র চলাচলের পথ কালুরঘাটের এই ফেরি।

জুইম/চখ

এই বিভাগের আরও খবর