chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চীনে হাজার বছরের পুরনো বৌদ্ধমন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড

চীনের গানসু প্রদেশে হাজার বছরের পুরনো একটি মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা থেকে মুক্তি পায়নি মন্দিরের বিশালাকৃতির বুদ্ধ মূর্তিটিও। দাউ দাউ করে জ্বলতে থাকে এটি। আর পুড়তে থাকে হাজার বছরের পুরনো মন্দিরের মহামূল্যবান জিনিসপত্র।

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৪ জুলাই) সকালে চীনের গানসু প্রদেশের সান্দন গ্রেট বৌদ্ধমন্দিরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, মন্দিরের ভেতরের বিশাল একটি বৌদ্ধমূর্তি আগুনে পুড়ছে।

আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় মূর্তিটি কিছুটা অক্ষত আছে। তবে মন্দিরের অবকাঠামোর বেশিরভাগই ধসে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বৌদ্ধমূর্তিটি ১৯৯৮ সালে মন্দিরের আসল মূর্তির রেপ্লিকা হিসেবে তৈরি করা হয়েছিল। আসল মূর্তিটি ৪২৩ সালের ছিল। কিন্তু সাংস্কৃতিক বিপ্লবের সময় এটি ধ্বংস হয়ে যায়।

উই রাজবংশের শাসনামলে (৩৮৬-৫৫৭ সাল) তৈরি বৌদ্ধমন্দিরটির রয়েছে দেড় হাজার বছরের পুরনো সমৃদ্ধ ইতিহাস।

এদিকে একটি বিবৃতিতে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এ অগ্নিকান্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং এটির পুরাণিদর্শন অক্ষত আছে। তবে কি ধরনের পুরাণিদর্শন মন্দিরটিতে ছিল সেটি স্পষ্ট করেনি তারা। কীভাবে আগুন লাগল এখন সেটির কারণ উদঘাটন করা হচ্ছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

এই বিভাগের আরও খবর