chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার,চেম্বার-হাসপাতালে রুগীদের উপস্থিতি বাড়ছে

সেন্ট্রাল হাসপাতালে নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসকের মুক্তিসহ বিভিন্ন দাবিতে গত দুদিন ধরে চলা ধর্মঘট প্রত্যাহার করেছেন চিকিৎসকরা।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের এক বৈঠক শেষে এই ঘোষণা দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সার্জনস এর সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম।

তিনি বলেন, “আমরা জানতে পেরেছি, আটক দুই চিকিৎসকের জামিন হয়েছে। জামিন হওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি আপাতত উইথড্র করে নিচ্ছি।

এরই প্রেক্ষিতে চট্টগ্রামে সন্ধ্যা থেকে চেম্বার-হাসপাতাল গুলো তে চিকিৎসক দের উপস্থিতি দেখা গেছে।সময় বাড়ার সাথে সাথে রুগীদের উপস্থিতি বেড়েছে।

অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)’র চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন্নেছা রুনা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ধর্মঘট প্রত্যাহার করে চেম্বার-হাসপাতাল চিকিৎসকরা ফিরতে শুরু করেছে। সব ধরনের অস্ত্রোপচারসহ বাকি সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর