chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের ২৬ রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

চট্টগ্রাম দক্ষিণ জেলার ২৬ রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। সকাল থেকে দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ কক্সবাজার-বান্দরবান সড়কে অবৈধ গাড়ি চলাচল বন্ধ করা ও মহাসড়কে রুট পারমিটবিহীন যান ও দ্বিতল বাস চলাচল বন্ধসহ ১৪ দফা দাবিতে সড়ক ধর্মঘট করে তারা।

বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে চলা ধর্মঘট বিকেল চারটার পর থেকেই পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল করতে দেখা গেছে।

এর আগে, ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট সন্ধ্যা ৬টা পর্যন্ত চলার কথা থাকলেও প্রচন্ড গরম এবং সার্বিক দিক বিবেচনা করে ২ ঘন্টা আগে প্রত্যাহার করে নেন ঐক্য পরিষদের নেতারা। সকাল থেকেই মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নির্বাহী কমিটির সদস্য মো. ইয়াছিন বলেন, প্রচণ্ড গরমে দাবদাহের কারণ ও সার্বিক দিক বিবেচনা করে সকাল ৬ টা থেকে শুরু হওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব নির্ধারিত ধর্মঘট ২ ঘন্টা আগে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর