chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাগরে অর্ধেক ডুবে গেছে “পানগাঁও এক্সপ্রেস” উদ্ধারে নৌবাহিনী

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে দুর্ঘটনার কবলে পড়ে অর্ধেক ডুবে গেছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনারবাহী জাহাজ ‘পানগাঁও এক্সপ্রেস’।

এ সময় জাহাজ থেকে তিনটি কনটেইনার পানিতে ভেসে গেছে। জাহাজের নাবিকদের একটি বোটে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বন্দরের জাহাজটি সী গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ভাড়ায় নিয়ে পরিচালনা করছিল।

বন্দর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর চার্টারারের নিযুক্ত একটি টেকনিক্যাল টিম (ডলফিন মেরিন) চেষ্টা করছে জাহাজের পানি ও কনটেইনার অপসারণের চেষ্টা করছে। জাহাজটি হালকা হলে ডকে মেরামতের জন্য নেওয়ার পরিকল্পনা রয়েছে।  ইতিমধ্যে বন্দরের শক্তিশালী টাগবোট কাণ্ডারী-১১সহ ভাড়া করার একটি টাগ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে যাওয়ার পথে পানগাঁও এক্সপ্রেস জাহাজটি আংশিক ডুবে গেছে। তিনটি কনটেইনার ভেসে গেছে। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনী। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

 

চখ/এআর

এই বিভাগের আরও খবর