chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাঙারু ছানার জন্ম

নেদারল্যান্ডস থেকে ছয় মাস আগে ছয়টি কাঙারু আনা হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। এর মধ্যে একটি ক্যাঙারু এক সপ্তাহ আগে একটি বাচ্চা প্রসব করেছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন ক্যাঙারুর বাচ্চা প্রসবের বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার তিনি বলেন, এক সপ্তাহ ধরে একটি ক্যাঙারুর বুকের নিচের থলিতে একটি বাচ্চা দেখা যাচ্ছে। ওখানে থেকেই মাতৃদুগ্ধ পান করছে কাঙারু শাবকটি। এখনো শাবকটির লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি।

গত বছরের ২১ অক্টোবর চট্টগ্রাম চিড়িয়াখানায় ছয়টি ক্যাঙারু আনা হয়েছিল। এর মধ্যে ছিল দুটি পুরুষ ও চারটি স্ত্রী ক্যাঙারু। একই দিন ছয়টি লামাও আনা হয়েছিল। এরপর অবশ্য চিড়িয়াখানায় দুটি স্ত্রী ক্যাঙারু মারা যায়।

সূত্র জানায়, গত বছর বিদেশ থেকে ১ কোটি ৬৯ লাখ টাকায় সিংহ, ম্যাকাউ, ওয়াইল্ড বিস্ট, ক্যাঙারু, লামা সংগ্রহের উদ্যোগ নেয় চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে ক্যাঙারু, সিংহ, লামা ও ম্যাকাউ পাখি এসেছে।

এই বিভাগের আরও খবর