chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিসিকের কোটি টাকা সম্পত্তি উদ্ধার করলো জেলা প্রশাসন

অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বিসিক শিল্প নগরীরিএক কোটি টাকার মূল্যের সম্পত্তি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

রোববার (১১ জুন) নগরের জালালাবাদ মৌজার বিসিক শিল্প নগরে বেলা ১১ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযানে এসব সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

নগরের চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, মিজানুর রহমান নামে এক ব্যক্তি
বিসিক শিল্প নগরের দ্বিতীয় তলার মূল ফটকে পাকা দেওয়াল নির্মাণ করে বন্ধ করে রেখেছিলেন। এছাড়াও ভবন সংলগ্ন অপর একটি কারখানার ভেতরের দেওয়াল ভেঙে দরজা বানিয়ে অবৈধভাবে দখল করে রাখে। ওই ব্যক্তি দখল সূত্রে জায়গার মালিকানা দাবি করেন। তিনি জায়গাটি দখলের জন্য বিসিক কর্তৃপক্ষের পাশাপাশি সরকারকে বাদী করে মামলা করেছিলেন। তবে নিম্ন ও উচ্চ আদালতে তার বিপক্ষে রায় গেলও তিনি দখল ছাড়েননি।

নিবার্হী ম্যাহিস্ট্রেট মো. মাসুদ আরও জানান, দখল করা জায়গাটি ২৪০০ বর্গফুট আয়তনের। যা শূন্য ৫৫ একর জমির উপর অবস্থিত। ভবনসহ এই সম্পত্তির আনুমানিক মূল্য কোটি টাকার উপরে। অভিযানের পর বিসিকের প্রতিনিধি শিল্প নগরী কর্মকর্তা নাজমুন নাহার দখলমুক্ত জায়গা বুঝে নেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আরকে/

এই বিভাগের আরও খবর