chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে মাদক মামলায় ১ যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামে মাদক মামলায় মোহাম্মদ আয়াছ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (১১ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আয়াছ কক্সবাজার পৌরশহরের দুই নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মো. আবুল কালামের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহাম্মদ আয়াছকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

২০২০ সালের ৪ মে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে ২৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আয়াছকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ঐ ঘটনায় তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করেন অধিদফতরের চান্দগাঁও সার্কেলের তৎকালীন পরিদর্শক লোকাশীষ চাকমা। মামলাটির তদন্ত শেষে একই বছরের ২৮ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০২২ সালের ৬ মার্চ মোহাম্মদ আয়াছের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়। মামলায় ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর