chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে হত্যার হুমকি

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে মুঠোফোন গলা কেটে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ জুন) সকালে প্রতীক দত্তের দুটি নম্বর থেকে কল করে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নগরের কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। 

জানতে চাইলে প্রতীক দত্ত বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশ উচ্ছেদ অভিযান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। এ কারণে একটি পক্ষ আমার ওপর ক্ষেপে আছে। দুটি নম্বর থেকে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজে পরে গলা কেটে হত্যা করবে বলে হুমকি দেয়।  প্রাথমিকভাবে আমি থানায় জিডি করেছি।

জানা যায়, সকাল ৮টা ৪৬ মিনিটে  (+৫৭২৫৮২৪৭৮) নম্বর থেকে একটি কল আসে। কল রিসিভের পর ফোনের অপর প্রান্ত থেকে গালিগালাজ এবং গলা কেটে জবাই করে হত্যার হুমকি দেয়। এরপর আবারও ৮টা ৪৮ মিনিটে (+৮৮০১৯৪২২০৬০৩১) নম্বর থেকে একই ব্যক্তি কল করে গালিগালাজ করে। ম্যাজিস্ট্রেট কথা না বলায় তিনি ১৯ সেকেন্ড পর কলটি কেটে দেন।

আরকে/মআ/চখ