chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবে কংগ্রেস

 ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এছাড়া রাজ্যটিতে বিগত বিজেপি সরকারের নেয়া আরও বেশ কয়েকটি বিতর্কিত আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দলটি। খবর বিবিসির।

গত বছর ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরায় নিষেধাজ্ঞা আরোপ করে বিজেপি সরকার। এতে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে অসন্তোষ। আন্দোলনে নামে মুসলিম সংগঠন ও ছাত্রীরা। অন্যান্য রাজ্যেও তুমুল বিতর্কের মুখে পড়ে মোদি সরকার।

এবার সরকার গঠন করেই রাজ্যটিতে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানিয়েছে কংগ্রেস। এছাড়া, ধর্মান্তরকরণ এবং গোহত্যা বিরোধী বিলের মতো বিতর্ক তৈরি করা আইন বাতিলের কথাও ভাবছে দলটি।

এক টুইট বার্তায় এমন ইঙ্গিত দিয়েছেন কর্ণাটক রাজ্য কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, বিগত বিজেপি সরকারের নেয়া যেসব বিল রাজ্যের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে তা পুনর্বিবেচনা করা হবে।

বিশ্লেষকরা বলছেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে কংগ্রেসের জনপ্রিয়তা আরও বাড়বে।

গত ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ মে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে বিজেপিকে হারিয়ে বিপুলভাবে জয়ী হয় কংগ্রেস। ২২৪ সদস্যের বিধানসভা ভোটে কংগ্রেস একাই পায় ১৩৫ আসন। বিপরীতে বিজেপি পেয়েছে ৬৬টি আসন।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর