chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ১২৫ জন বিমান সেনা

বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিএএনএএমইউএইচইউ-৩ কন্টিনজেনের ১২৫ জন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে।

আজ রোববার (২৮ মে) বিমান বাহিনী সদর দপ্তরে বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রগামী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান।

পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকায় এয়ার অধিনায়করা এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর