chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা চিকিৎসায় ঢাকায় গেলেন সাংসদ মোছলেম

উন্নত চিকিৎসার জন্য সপরিবারে ঢাকায় রওনা দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমদ। করোনায় আক্রান্ত পরিবারের অন্য ৯ সদস্যকে ঢাকায় নেওয়া হলেও সাংসদ ও সাংসদ পত্নীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। আক্রান্ত অন্য ৮ সদস্যকে ঢাকার বাসায় রেখে চিকিৎসা দেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে সাংসদ মোছলেম উদ্দীন ঢাকার উদ্দেশ্যে সড়কপথে লালখান বাজারের বাসা ত্যাগ করেন।

মোছলেম উদ্দিনের নিকটাত্মীয় এজাজ মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘খালু (এমপি) আর খালা যেহেতু বয়স্ক মানুষ তাদের এমনে নানা অসুস্থতা রয়েছে। তাদের ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করানো হলেও অন্যদের ঢাকার বাসায় আইসোলেশনে রাখা হবে। তবে সব কিছু নির্ভর করছে সবার শারীরিক অবস্থার ওপর।’

এর আগে গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিনের পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনই করোনা পজিটিভ।