chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রামের বিভিন্ন উপকূলে জেলা প্রশাসনের মাইকিং চলছে

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা করে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মোখা নিয়ে উপকূলীয় এলাকা এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ে মাইকিং কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।

আজ ১২ মে শুক্রবার দুপুর থেকে চট্টগ্রাম জেলার উপকূলীয় সকল উপজেলা (সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, সীতাকুণ্ড, মিরসরাই)সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড, হালিশহর ৩৯ নং ওয়ার্ড, কাট্টলী ওয়ার্ড, রাণী রাসমনিঘাট, আকমল আলী ঘাট এলাকায় জোর প্রচারণা চালানো হয়েছে।

আসন্ন ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জেলা প্রশাসন,স্থানীয় কাউন্সিলর, সিপিপির টিম, রেড ক্রিসেন্টের টিম, ইপসার টিম, জেলা এনজিও কো অরডিনেটর এবং মিডিয়ার সম্বনয়ে এ প্রচারণা চালানো হয়।

জেলা প্রশাসন থেকে বলা হয়, ঘূর্ণিঝড় মোখা শুরুর আগেই আশ্রয় কেন্দ্রে ও নিরাপদ স্থানে জেলে পরিবারগুলোকে সরে যাওয়ার বিষয়ে ব্যাপকভাবে মাইকিং কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

চখ/ আর এস

এই বিভাগের আরও খবর