chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২০ কোটি টাকায় বাস্তবায়িত হলো দক্ষিণ পতেঙ্গার দুই প্রকল্প

নগরের দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ব্রীজ, কালভার্ট, ড্রেন নির্মাণ এবং সড়কের উন্নয়নে ২০ কোটি ৪ লাখ টাকার দুটি প্রকল্পের উদ্বোধন করেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (৯ মে) চসিক মেয়ের দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে আবুল খায়ের সুকানী বাড়ি এলাকায় এসব প্রকল্পের কাজের উদ্বোধন করেন।

এসময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে বিশ্ববাণিজ্যের হাব হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নে এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষিণ পতেঙ্গার উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর এক দিকে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। অপরদিকে ভালো ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা হ্রাস পাবে।

পলিথিন ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়ে মেয়র রেজাউল বলেন, জলাবদ্ধতা কমাতে কেবল উন্নয়ন প্রকল্প গ্রহণ করাই যথেষ্ট নয়। জনগণের সচেতন আচরণ করতে হবে। নালায় পলিথিন, প্লাস্টিক, অপচনশীল বর্জ্য ফেললে, নদী-খাল দখল করলে জলাবদ্ধতা কোনোভাবেই কমবেনা। কিছুদিনের মধ্যে আমি পলিথিনের ব্যবহার কমাতে কঠোর অভিযানে নামব। এর মদ্যে আপনারা বিকল্প চটের ব্যাগ ব্যবহারের প্রস্তুতি নিন।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধূরী, সংরক্ষিত কাউন্সিলর শাহানুর বেগম, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, এ এস এম ইসলাম, মোহাম্মদ ইসলাম, ওয়াহিদুল আলম, হাজী আবদুল কাদের এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আবুল হোসেন।

আরকে/

এই বিভাগের আরও খবর