chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক ও শিশু আহত

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটা,বালু উত্তোলন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লেখালেখির জের ধরে সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

আজ ২৩ এপ্রিল(রবিবার) দুপুর ১টার দিকে উপজেলার এওচিয়ার ৯নং ওয়ার্ডে হামলার ঘটনাটি ঘটে।

এতে দি ডেইলি ইভেনিং নিউজ পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর সাংবাদিক কামরুল ইসলাম (৫০) ও শিশু রাফি রাইয়ান (৫) গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়।

কামরুল ইসলাম এওচিয়ার গাটিয়াডেঙ্গার মৃত এম এ হাসানের ছেলে এবং শিশু রায়হান স্থানীয় আব্দুর রহিমের ছেলে।

জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার মাটিকাটা বালুকাটা ও ইয়াবা কারবারিদের বিরুদ্ধে বিভিন্ন সময় পত্রিকায় লেখালেখি করে। এতে একটি মহল তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়।

ঈদের ছুটিতে অফিস শেষে বাড়িতে আসলে চিহ্নিত একটি চক্র হামলা চালায়। সাংবাদিক কামরুল ইসলামকে এলোপাতাড়ি গুলি করার সময় শিশুটিও আহত হয়।

আহত সাংবাদিক মাষ্টার কামরুল এবং শিশুটির অবস্থা আশংকাজনক হলে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছির আরাফাত হামলার ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনা শুনেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর