chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভেজাল মসলা তৈরী করায় ব্যবসায়ী আটক

গোপন সংবাদের ভিত্তিতে ‘বিসমিল্লাহ মিল’ নামক একটি মশলার মিলে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-৭)। এসময় তল্লাশী করে ৩২টি প্লাস্টিকের বস্তায় ভেজাল রং, চাউল ভাংগা ও কুড়া মিশ্রিত ১৫০০ কেজি হলুদ-মরিচের গুড়া জব্দসহ একজনেকে গ্রেফতার করা হয়।

বুধবার(৫ এপ্রিল)রাত ১১টা ৩০মিনিটে ফেনী মডেল থানা এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়- দীর্ঘদিন ধরে বিসমিল্লাহ মিল’কারখানায় ভেজাল মসলা তৈরী করছেন আসামী মো. সাঈদ হোসেন (৩৫)।  ভেজাল মসলা তৈরী করে নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রি করতেন তিনি। গোপন সংবাদের পেয়ে ওই করাখনায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩২টি প্লাস্টিকের বস্তায় ভেজাল রং, চাউল ভাংগা ও কুড়া মিশ্রিত ১৫০০ কেজি হলুদ-মরিচের গুড়া জব্দসহ একজনেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত মো. সাঈদ হোসেন মৃত আব্দুর রউফের ছেলে। তিনি সোনাগাজীর সাদাইত কান্দি এলাকার বাসিন্দা। আটক করে তাকে থানায় পাঠানো হয়েছে।

নচ/চখ

 

 

এই বিভাগের আরও খবর