chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভাসমান ৫ শতাধিক দোকান ভেঙ্গে গুড়িয়ে দিল পুলিশ

নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সড়কের উপর গড়ে উঠা পাঁচ শতাধিক অবৈধ ভাসমান দোকান গুঁড়িয়ে দিয়েছে চাঁন্দগাও থানা পুলিশ।

আজ রবিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বোয়ালখালী ও রাউজানমুখী উভয় পাশের প্রায় এক কিলোমিটার সড়ক দখলমুক্ত করা হয়।

তথ্যটি নিশ্চিত করেন চাঁন্দগাঁও থানার ওসি মো. খাইরুল ইসলাম। তিনি বলেন, কাপ্তাই রাস্তার মাথা এলাকার ব্যস্ততম সড়কটিতে ফুটপাত দখল করে কিছু স্বার্থান্বেষীমহল রীতিমত বাজার বসিয়ে ফেলেছে।

জনভোগান্তি দূর করতে সিএমপি কমিশনারের কঠোর নির্দেশনায় আজ সড়কটির উভয়পাশ থেকে ৫ শতাধিক ভাসমান দোকান গুঁড়িয়ে দিয়ে সড়ক দখলমুক্ত করে টিম চান্দগাও।

পুরো থানা এলাকায় জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখতে এ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে জানান ওসি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর