chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বস্তিতে আগুন,পুড়ে ছাই ৬০ বসতঘর

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা না ঘটলেও নিয়ন্ত্রণের আগে আগুনে পুড়ে বস্তির অন্তত ৬০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করছি একটি হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কুর্মিটোলা ও মোহাম্মদপুরের স্টেশন থেকে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, বস্তিটিতে কয়েকশ ঘরবাড়ি আছে। ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়েছে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ৬০টি ঘর পুড়ে গেছে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর