chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভর্তুকি মূল্যে গ্যাস-বিদ্যুৎ আর সম্ভব নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাফ জানিয়ে দিলেন, বৈশ্বিক সংকটের এই সময়ে শিল্পমালিকদের জন্য গ্যাস বিদ্যুতে ভর্তুকি দেয়া সম্ভব নয়। তিনি বলেছেন, সরকারের কেনা মূল্যে দাম পরিশোধ করলে নিরবচ্ছিন্ন গ্যাস মিলবে কলকারখানায়।

বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদে গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে আসা প্রশ্নের উত্তরে এসব বলেন সংসদ নেতা। তিনি বলেন, বিশ্বের কোনো দেশে গ্যাস বিদ্যুতে সরকার ভর্তুকি দেয় না।

লিখিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্যের একটি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র করার পরিকল্পনা সরকারের আছে।

পরে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের এক সদস্যের প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে বিদ্যুৎ ব্যবহার ৫০ ভাগ কমানো হয়েছে। দেশের মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বৈশ্বিক সংকটের সময়ে দেশের দরিদ্র মানুষের পাছে তার সরকার আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, নিত্যপণ্য কম মূল্যে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে টিসিবির মাধ্যমে। সাধারণ মানুষের জন্য সরকারের এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর