chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে ব্যাংক ও স্বর্ণের দোকান ডাকাতি

মিরসরাইয়ে ব্র্যাক এজেন্ট ব্যাংকের লকার ভেঙ্গে নগদ ২ লক্ষ টাকা ও একটি স্বর্ণের দোকানের তালা ভেঙ্গে দেড় ভরি স্বর্ণ এবং ৭০ ভরি রৌপ্যসহ প্রায় সাড়ে চার লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে ডাকাতদল।

সোমবার (৯ জানুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড সাধুবাজার এলাকায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ব্র্যাক এজেন্ট ব্যাংকের পরিচালক হাসান সাইফুদ্দিন জানান, রাত সাড়ে তিনটার দিকে তার প্রতিষ্ঠানের এটিএম বুথের তালা ভেঙ্গে লকার থেকে নগদ দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ছয় থেকে সাত জনের একটি ডাকাত দলের সদস্যরা । এ সময় ডাকতরা ব্যাংকের সিসিটিভির ক্যামেরা ভাঙ্গচুর করে ও সার্ভার নিয়ে যায়।

একই এলাকার পুতুল শিল্পালয়ের মালিক জগবন্ধু জানান, তার স্বর্ণের দোকানের তালা ভেঙ্গে দেড় ভরি স্বর্ণ ও ৭০ ভরি রৌপ্যসহ সহ ২ লাখ ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দল।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর