chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গু: ২৪ ঘন্টায় দশের নিচে নামল আক্রান্তের সংখ্যা

সারাদেশে গেল ২৪ ঘণ্টায় মশাবাহি রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা কমে দশের নিচে নেমে এসেছে। এসময়ে নতুন আটজন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আটজনের মধ্যে ঢাকায় তিনজন ও ঢাকার বাইরে পাঁচজন।বর্তমানে সারাদেশে ২১২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৯ জন ও ঢাকার বাইরে ১১৩ জন।

চলতি বছরের ১ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২১৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০৯ জন ও ঢাকার বাইরে ১০৬ জন।

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা তিনজন। এর মধ্যে ঢাকায় দুজন ও ঢাকার বাইরে একজন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর