chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মীরসরাইয়ে ফুটবল ভক্তের দোকানের নাম‘আর্জেন্টিনা স্টোর’

শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। এ উপলক্ষে ফুটবল ভক্তরা মেতে উঠেছেন উৎসবে। অনেকে নিজের পছন্দের দলের প্রতি সমর্থন জানাতে করছেন নানা আয়োজন। কেউ পছন্দের দেশের দীর্ঘ পতাকা টাঙিয়েছেন আবার কেউ নিজের বাড়ি রাঙিয়েছেন সেই দেশের পতাকার রঙে ।

চট্টগ্রামের মীরসরাইয়ে আনিছুল হক ভূঁইয়া নামের এক ব্যবসায়ী ভালো লাগার দল আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন তার দোকান। মীরসরাই উপজেলার মধ্যম আজমনগর সিএনজি স্টেশন এলাকার মেসার্স ভূঁইয়া স্টোর দোকানটির নাম। তবে এখন সবার এটি ‘আর্জেন্টিনা স্টোর’ নামেই পরিচিত হয়ে উঠছে। দোকানের চারপাশের দেয়াল আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো হয়েছে।

ভূঁইয়া স্টোরের মালিক আনিছুল হক ভূঁইয়া জানান, তিনি ১৫ বছর বয়স থেকে আমি ম্যারাডোনার ভক্ত ছিলেন। সে সময় থেকে আর্জেন্টিনার ভক্ত তিনি। তার পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই নিজের দোকান আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন।

এই বিভাগের আরও খবর