chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মীরসরাইয়ে বাসচাপায় প্রাণ গেলো ১০ বছরের শিশুর

চট্টগ্রামে মীরসরাইয়ে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে।

আজ বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (পুরাতন) মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নাম ইসরাত জাহান রিমা (১০) । সে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার নুর ইসলাম মিয়ার বাড়ির জামাল উদ্দিনের মেয়ে। সে উপজেলার হাজীশ্বরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের বাসচাপায় সে মারা যায়।

হাজ্বীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হাসান সোহাগ বলেন, ‘স্কুল ছুটির পর রিমা বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে রাস্তা পর হওয়ার সময় মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের একটি বাস রিমাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি খুবই মর্মান্তিক।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জয়া ধর বলেন, ‘হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়। সে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়।’

জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান বলেন, ‘বাসচাপায় শিক্ষার্থী নিহতের বিষয়টি খুবই মর্মান্তিক। বুধবার আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’

জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের বাসটি শনাক্ত করা হয়েছে। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

চখ/জুইম

এই বিভাগের আরও খবর