chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চার বছরের সম্পর্কের ইতি টানলেন লিওনার্দো-ক্যামিলা!

ডেস্ক নিউজঃ চার বছরের প্রেমের সম্পর্কের ইতি টানলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও মডেল ক্যামিলা মরোনে। ক্যামিলার ২৫তম জন্মদিনের কিছুদিন পরই বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছে পিপল অনলাইন।

তাদের সম্পর্কের বিষয়টি প্রথম জানাজানি হয় ২০২০ সালের অস্কার অনুষ্ঠানে। তবে কী কারণে তারা আলাদা হয়েছেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর মায়ের সঙ্গে থাকছেন ক্যামিলা। অভিনেত্রীকে এবার দেখা যাবে প্রাইম ভিডিওতে, সিরিজ ‘ডেইজি জোনস’ এবং ‘দ্য সিক্স’-এ। অন্যদিকে লিওনার্দো ডিক্যাপ্রিওকে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায় দেখা যাবে।

চট্টলার খবর/ সাজেদা

 

এই বিভাগের আরও খবর