chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আফগানিস্তানকে হারিয়ে সিরিজ শ্রীলঙ্কার

সিরিজের তৃতীয় ম্যাচের শ্রীলঙ্কার কাছে লাপাত্তা আফগানিস্তান। আজ বুধবার হাম্বানটোটায় মাত্র ১৬ ওভারেই ৯ উইকেটে জিতে গেল লঙ্কানরা, সঙ্গে সিরিজও ২-১ এ নিশ্চিত করল স্বাগতিকরা।

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান। দুষ্মন্ত চামিরার গতি আর ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে ব্যাটিং ধস নামে। ২২.২ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট সফরকারীরা।

অল্প পুঁজিতে আফগানরা লড়াই করতে পারেনি। দুই ইনিংস মিলিয়েও ৫০ ওভারের খেলা হয়নি। অনায়াসে জেতে লঙ্কানরা।

দ্বিতীয় ওভারে রহমানউল্লাহ গুরবাজ (৮) লাহিরু কুমারার শিকার হন। পঞ্চম ওভারে জোড়া আঘাতে রহমত শাহ (৭) ও হাসমতউল্লাহ শহীদীকে (৪) ফেরান চামিরা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ইব্রাহিম জাদরানকে (২২) বোল্ড করেন কুমারা।
৪৮ রানের মধ্যে প্রথম চার ব্যাটার ফিরে গেলে পথ হারায় আফগানিস্তান।

মোহাম্মদ নবী সর্বোচ্চ ২৩ রান করেন। এছাড়া গুলবাদিন নাইব ২০ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন।

শেষ দিকে হাসারাঙ্গা তিন উইকেট নেন। তার চেয়ে একটি বেশি চার উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার চামিরা।

লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ১১তম ওভারে ৮৪ রানের জুটি ভেঙে যায় পাথুম নিসাঙ্কা বিদায় নিলে। ৩৪ বলে ৮ চার ও ২ ছয়ে ৫১ রান করেন তিনি।

আর কোনও উইকেট না হারিয়ে সহজ জয় পায় শ্রীলঙ্কা। আরেক ওপেনার দিমুথ করুণারত্নে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরিতে ম্যাচ জয়ের অন্যতম নায়ক।

৪৫ বলে ৭ চারে ৫৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ১১ রানে খেলছিলেন কুশল মেন্ডিস। ১ উইকেটে ১২০ রান করে শ্রীলঙ্কা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর