chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মীদের বেতন বাড়াল কেএসআরএম

চট্টলার ডেস্কঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মীদের পাশে দাঁড়িয়ে উদারতা দৃষ্টান্ত স্থাপন করলো কেএসআরএম।দ্বিতীয় বারে মত নিম্ন আয়ের চার হাজার কর্মীর বেতন বাড়িয়েছে কেএসআরএম।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে গত জানুয়ারিতে কর্মরত সব স্তরের কর্মীর বেতন বাড়িয়েছিল প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যেক কর্মীর বার্ষিক যে পরিমাণ বেতন বাড়ানো হয়, তার সমপরিমাণ বেতনই বাড়ানো হয়েছে। এ ঘোষণায় কর্মীদের আর্থিক টানাপোড়েনে কিছুটা হলেও স্বস্তি এবং আনন্দ বিরাজ করবে।

এই বিষয়ে জানতে চাইলে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত  বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষ বেশি বেকায়দায় পড়েছেন। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় জনজীবনে প্রভাব পড়েছে। অনেকের পক্ষে পরিস্থিতি সামলিয়ে চলা মুশকিল হয়ে পড়েছে। সেই তাড়না থেকে কেএসআরএম নিম্ন আয়ের কর্মীদের পাশে দাঁড়িয়েছে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর