chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আদালতের নতুন সময়সূচি নির্ধারণ

আইন-আদালত ডেস্ক : আদালতের বিচারকার্য পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও দেশের সব নিম্ন আদালতের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিচারালয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৫ আগষ্ট) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

আজ মঙ্গলবার বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সভায় অংশ নেন।

নতুন সময়সূচি অনুযায়ী, হাইকোর্ট বিভাগে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল পৌনে ৩টা পর্যন্ত বিচারকাজ চলবে। মাঝে থাকবে এক ঘণ্টার বিরতি।

আর দেশের নিম্ন আদালতে সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে বিচারকাজ চলবে বিকাল পৌনে ৩টা পর্যন্ত। মাঝে এক ঘণ্টার বিরতি থাকবে।

উল্লেখ্য, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সারা দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন এনে ২২ আগস্ট প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর