chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিমানবন্দরে গ্রেপ্তার চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ সারোয়ার

দেশে ফিরেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত সারোয়ার হোসেন।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাতার থেকে দেশে ফিরেই সারোয়ারের ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার।

তিনি  বলেন, সারোয়ারকে চট্টগ্রামে আনার জন্য বায়েজিদ বোস্তামী থানার একটি দল ঢাকায় যাচ্ছে। সারোয়ারের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানান ওসি প্রিটন।

প্রসঙ্গত ২০১১ সালের ৬ জুলাই একে-৪৭ রাইফেলসহ পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ ব্রাহ্মণবাড়িয়া থেকে সারোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সনকে গ্রেপ্তার করে নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। তারা ভারতের কারাগারে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদ আলী খানের সহযোগী হিসেবে পরিচিতি পান।

৬ বছর বন্দি থাকার পর ২০১৭ সালের ৩১ আগস্ট কারাগার থেকে মুক্তি পান সারোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সন। এরপর দুইজনই পালিয়ে কাতার চলে যান। সেখানে বসে নগরের বায়েজিদ বোস্তামী, অক্সিজেন, মুরাদপুর, কুয়াইশ এলাকায় চাঁদাবাজি করার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।

এদিকে কয়েক মাস আগে মারামারির ঘটনায় সারোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সনকে গ্রেপ্তার করে কাতারের পুলিশ। প্রায় দেড় মাস আগে নুরনবী ম্যাক্সনকে দেশে পাঠিয়ে দেয়া হয়। এরপর দেশে ফিরে পলাতক তিনি। অন্যদিকে সারোয়ারকে আজ শনিবার দেশে ফেরত পাঠানোর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে দায়িত্বরত পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এই বিভাগের আরও খবর