chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএনপি এখন মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ডেস্ক নিউজঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বর্তমান বিশ্ব বাজারে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে গেছে। এরমধ্যেও ভর্তুকি দিয়ে জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করছে সরকার। গত ২০২১-২২ অর্থ বছরে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। সেই ভর্তুকি কমানোর জন্য, মাননীয় প্রধানমন্ত্রী সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য আহবান জানিয়েছেন। কিন’ বিএনপি এখন মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি আরও  বলেন, বিএনপি জনগণকে বিদ্যুৎ দিতে পারেনি। তারা বিভিন্ন জায়গায় খাম্বা লাগিয়েছে। আবার সেই খাম্বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকও ছিলো তাঁরা। আমরা সরকার গঠন করার আগে দেশে মাত্র ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিলো। এখন শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। এটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।

গতকাল শুক্রবার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সরফভাটার ইত্যাদি চত্বরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম। উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, উপজেলা আওয়ামী লীগ নেতা আকতার কামাল চৌধুরী, ইকবাল হোসেন, নিজাম উদ্দিন বাদশা, মুজিবুল ইসলাম সরফী, আবদুর রউফ মাস্টার, চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, আবদুল জব্বার, শামসুল ইসলাম, আহসান হাবীব, এনায়েতুর রহিম, মোবারক আলী, মো. হারুন, মো. ইউনুচ, খোরশেদ আলম সুজন প্রমুখ। যৌথভাবে সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোসেন, দিদারুল আলম খোকন ও আতিক সুজন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুবলীগ নেতা আবদুল করিম, কৃষকলীগ নেতা মাহবুবুল আলম মেম্বার, স্বেচ্ছাসেবকলীগ নেতা মজিম আল দ্বিন, হেলাল তালুকদার, রফিকুল ইসলাম শিমুল, মো. আজিম, মো. ইয়াকুব মুন্না, সাঈদুল করিম রুবেল, যুবলীগ নেতা আবু তালেব সানি, মঈন উদ্দিন মহির, আওয়ামী লীগ নেত্রী শিরিন আক্তার, ছাত্রলীগ নেতা ইকবাল উদ্দিন, আরিফুল ইসলাম সারেক প্রমুখ।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর