chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বকেয়া বেতনের দাবিতে চান্দগাঁওয়ে বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন চান্দগাঁও  এলাকার বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাহির সিগন্যাল এলাকায় বেইস টেক্সটাইল গার্মেন্টের শ্রমিকেরা এ অবরোধ করে।

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এসময় ঘন্টা খানিক যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন অনেক যাত্রীরা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান চৌধুরী জানান, ‘বছর খানিক ধরে বেইস টেক্সটাইল শ্রমিকদের সাথে মালিক পক্ষের  প্রতি মাসে বেতন নিয়ে সমস্যা দেখা দেয়।একপর্যায়ে মালিকপক্ষ বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিলে শ্রমিকরা সকাল থেকে সেখানে ভীড় জমাতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। তাদেরকে বিস্তারিত কাগজপত্রসহ শ্রম আদালতে পাঠানো হয়েছে।’

আইএইচ/মআ/চখ

এই বিভাগের আরও খবর