chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বন্দরে মদ ভর্তি আরো দুটি কন্টেইনার জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বন্দরে মদ ভর্তি আরো দুটি কন্টেইনার জব্দ করেছে কাস্টমস হাউজ।

সোমবার (২৫ জুলাই) বিকেলে বন্দরের ৫ নম্বর ইয়ার্ডে কন্টেইনার দুটি জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউজের নীরিক্ষা, অনুসন্ধান ও গবেষণা (এআইআর) ও পোর্ট কন্ট্রোল ইউনিট (পিসিইউ) টিম।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এআইআর বিভাগের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।

তিনি আরও বলেন, ‘শুরুতে রপ্তানিকারক, তৈরি দেশ, আমদানিকারকের ব্যবসায়ের ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনা প্রভৃতি বিশ্লেষণ করে পণ্য চালানটির বিষয়ে এআইআর টিমের সন্দেহ হয়। তাই নীলফামারীর উত্তরা ইপিজেডের ডং জিন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের নামের নিয়ে একটি কন্টেইনার সিলগালা করে এআইআর টিম। প্রায় একই সময়ে একই কারণে আরেকটা কন্টেইনারের বিষয়ে সন্দেহ হয় পিসিইউ টিমের। তাই তারা বাগেরহাটের মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের নামে নিয়ে আসা কন্টেইনারটি সিলগালা করে। দুটি কন্টেইনারই চায়না থেকে পলি প্রোফাইলিন রেজিন ঘোষণায় নিয়ে আসা হয়েছে। ’

কন্টেইনার দুটির বিল অফ এন্ট্রি দাখিল না হওয়ায় সিএন্ডএফ এজেন্টের নাম জানা যায়নি বলে জানান তিনি।

জুইম/আএফ/চখ

এই বিভাগের আরও খবর