chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বর্ণচুরি করে পুলিশের জালে চক্রের তিন সদস্য

নিজস্ব প্রতিবেদনঃ নগীরর আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনী থেকে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। এদের মধ্যে দুইজন আপন ভাই।

বুধবার (২০ জুলাই) সকালে আল-আমিন হাসপাতাল গলির ফারুকের বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী কালা চোরের বাড়ির মো. হোসেনের ছেলে মিজান হাজারী ওরফে আনোয়ার (৩৫), তার ছোট ভাই রুবেল হোসেন (৩০) ও ফেনী জেলার দাগনভূঁইয়া থানার উত্তর জয় লস্কর গ্রামের শেখ আহমদের ছেলে মনির আহমদ।

একটি চুরির মামলা তদন্ত করতে গিয়ে গ্রেফতার তিন আসামি সম্পৃক্ত থাকার কথা জানিয়েছে পুলিশ। এসময় তাদের কাছে চুরি করা একটি স্বর্ণের চুড়ি, একটি চেইন ও তিনটি আংটি উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন চট্টলার খবরকে বলেন, তদন্তে সম্পৃক্ততা পেয়ে প্রথমে মিজান ও মনিরকে গ্রেফতার করা হয়। পরে মিজানের দেওয়া তথ্যমতে তার ভাই রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা সকলে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একাধিক চুরি মামলা রয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ড আবেদন করা হবে।

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর