chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরে স্টেশনে তেলবাহী ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বেলা সোয়া ১২টার দিকে বিজয়নগরের মুকন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

বেলা ১১টার দিকে মুকন্দপুর স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর তারা দেখতে পান ইঞ্জিনের পেছনের বগির তেলবাহী ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে ধোঁয়া উড়ছে। এরপর পুরো ট্রেনটি নিয়ন্ত্রণে নিয়ে দাঁড় করানো হয়।

 

মুকুন্দপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইফুল ইসলাম ও দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্রেনচালক জালাল আহমেদ মুকুন্দপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইফুল ইসলাম জানান দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্রেনচালক জালাল আহমেদ একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

 

এ দিকে দুর্ঘটনার কারণে সিলেটগামী পাহাড়িকা আখাউড়া স্টেশনে আটকা পড়ে। ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শাহজীবাজার স্টেশনে আটকা পড়ে। এ দুটি ট্রেনের হাজারো যাত্রী ভোগান্তির শিকার হচ্ছেন।

উদ্ধার কাজ চলছে; কাজ শেষ হবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

ইহ/চখ

এই বিভাগের আরও খবর