chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিলেট-সুনামগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ: প্রবল বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতিতে  ওই জেলার সবকয়টি বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করা হয়েছে। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই দুইটি জেলা।

শনিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে ওই দুই জেলার সবগুলো বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করা হয়। সিলেট জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সকাল থেকে নতুন করে সিলেট নগরীর বেশিরভাগ রাস্তা এবং এলাকাগুলোর বাসা-বাড়িতে পানি উঠে গেছে।

এর আগে শুক্রবার রাত থেকে অবিরাম ভারী বর্ষণে সিলেট নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া সিলেটের ১৩টি উপজেলার নিম্নাঞ্চল এবং সুনামগঞ্জের অবস্থা দুর্বিষহ বলে জানা গেছে।

গত পাঁচ দিন ধরে সুনামগঞ্জ, সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট জকিগঞ্জ, সিলেট সদর দক্ষিণ সুরমাসহ সবকটি এলাকা প্লাবিত হয়ে জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে বিদ্যুৎহীন থাকায় সেসব এলাকার কোনো খবর পাওয়া যাচ্ছে না।

সিলেট জেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার সকাল থেকে উদ্ধার কাজের জন্য নৌবাহিনীর ৩৫ জনের একটি ডুবুরীদল কাজ শুরু করেছে। বিকেলে ৬০ জনের আরেকটি বড় দল এ কাজে যোগ দেবে।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর