chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ

ডেস্ক নিউজ: সিলেট বিভাগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শুক্রবার (১৭ জুন) বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. এনামুর রহমান বলেন, বন্যার্তদের জন্য ২০০ মেট্রিক টন চাল, আট হাজার শুকনা খাবারের প্যাকেট ইতিমধ্যে পাঠানো হয়েছে। এছাড়া বন্যার্ত এলাকায় সেনাবাহিনী কাজ শুরু করেছে।

সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো প্রয়োজনে তারাও কাজ শুরু করবে। তবে বর্তমানে নৌবাহিনীর প্রয়োজন নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তদের জন্য ৬০০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে হাজার হাজার লোকজন আশ্রয় নিয়েছেন। বন্যার্তদের উদ্ধার করে এসব আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর