chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সব বিভাগেই মেরিন একাডেমী করার পরিকল্পনা রয়েছে

ডেস্ক নিউজ: বর্তমান সরকার রাজশাহী (পাবনা), রংপুর, সিলেট ও বরিশাল বিভাগে ৪ টি মেরিন একাডেমী প্রতিষ্ঠা করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে একাডেমীগুলোতে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। অবশিষ্ট বিভাগেও মেরিন একাডেমী প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমানে দেশে বাংলাদেশ মেরিন একাডেমী ও মেরিন ফিসারিজ একাডেমীসহ মোট ৬টি সরকারি মেরিন একাডেমী রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বুধবার (৮ জুন) জাতীয় সংসদে লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা জানান। স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, জনবহুল বাংলাদেশে মেরিটাইম প্রশিক্ষণের বিশেষ গুরুত্ব রয়েছে। মেরিটাইম প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনুধাবন করে স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমী প্রতিষ্ঠা করেন। ওই মেরিন একাডেমী হতে প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটরা দেশি-বিদেশি পতাকাবাহী জাহাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চাকরি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন।

মআ/চখ

এই বিভাগের আরও খবর