chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বাধীনতা সভা ঘিরে ছাত্রলীগের মারামারি, আহত ৭

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা দিবসের আলোচনা সভা ঘিরে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাত জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শনিবার (২৬ মার্চ) বেলা ১১টায় কলেজের বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে। বিবাদে জড়িয়ে পড়া দুটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারি হিসেবে পরিচিত।

আহতরা হলেন, অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী তাহফিম, তৃতীয় বর্ষের সাকিব, নাঈম, রবি, মাস্টার্সের মিজানুর রহমান, দ্বিতীয় বর্ষের আরমান ও এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেজবাহ।

পুলিশ জানায়, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কলেজের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০ টার দিকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাইম ও যুগ্ম আহ্বায়ক মিজানের পক্ষের নেতাকর্মীরা আলোচনায় সভায় অংশ নেয়।

একই সময়ে যুগ্মআহ্বায়ক আনোয়ার পলাশ ও মায়মুন মামুন পক্ষের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানানোর শেষে নেতাকর্মীরা স্লোগান দিয়ে আলোচনায় সভায় অংশ নিতে যায়।

এসময় দুইপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়র গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উত্তেজিত নেতাকর্মীরা ক্লাসরুমের গ্লাস ভাংচুর করে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলেও আবারও উভয় গ্রুপে মারামারিতে জড়িয়ে পড়ে।

জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, আলোচনা সভা ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। বর্তমানে কলেজের পরিস্থিতি শান্ত রয়েছে।

আরকে/আর এস

এই বিভাগের আরও খবর