chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের মারামারি, আহত ৪

জেলা প্রতিনিধি:ঃ কলেজ ছাত্রীকে উত্যক্তের জের ধরে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১ টায় দিকে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের মুশফিকুর রহমান মিশু অনার্স , ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের আমিনুল ইসলাম রাশেদ, ইংরেজি বিভাগের শেষ বর্ষের আব্দুল আল সায়মন ও মো. আরমান।

পুলিশ জানায়, কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারী কিরণ ও কাদের নামে দুই শিক্ষার্থী এইচএসসি পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করে। এ ঘটনায় ওই ছাত্রীর বন্ধু শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিমকে অভিযোগ করে। বিষয়টি দুই পক্ষ সমাধান করলেও পরবর্তীতে অভিযুক্ত দুই শিক্ষার্থী ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে।

মারধরের সময় সভাপতি গ্রুপের কয়েকজন বাঁধা দিলর দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে দুই পক্ষ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে ইট পাটকেল নিক্ষেপ ও মারামারিতে জড়িয়ে পড়ে। এতে সভাপতি গ্রুপের তিন শিক্ষার্থী ও সাধারণ সম্পাদক গ্রুপের এক শিক্ষার্থী হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস বলেন,এক শিক্ষার্থীকে উত্যক্তের প্রতিবাদে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে চার জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর